দৌলতপুরে বিএনপি’র পার্টি অফিসে ডিবি’র অভিযান মাদকদ্রব্য সহ গ্রেফতার-১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে বিএনপি’র পার্টি অফিসে ডিবি’র অভিযান ফেনসিডিলসহ যুবদল নেতা শিমুল গ্রেফতার।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলা বাজারে বিএনপি’র পার্টি অফিসে কুষ্টিয়া থেকে আসা ডিবি’র বিশেষ একটি টিম এই অভিযান চালায়। সেসময় বিএনপি’র পার্টি অফিস থেকে উৎসুক জনতার সামনে ১৭ বোতল ফেনসিডিলসহ মশাউড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে যুবদলের নেতা শিমুল (৩২) কে গ্রেফতার করেন।

আরো জানা যায়, মাদকদ্রব্যসহ শিমুল’কে গ্রেফতারের সময় ধস্তাধস্তির এক পর্যায়ে উপস্থিত থাকা অনেকেই পালিয়ে যায় বলে জানান তারা।অভিযান পরিচালনায় থাকা ডিবি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলা বাজার হতে মাদকদ্রব্যসহ শিমুল নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।