শেরপুরে আত্মহত্যা স্বামী-স্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শেরপুর প্রতিনিধি:- বগুড়ার শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় পরস্পরের ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে চিকিৎসাধীন শুক্রবার সন্ধ্যায় জিসান (২২) নামে এক যুবক ও তার স্ত্রী ফারজানা আক্তার মিম (১৯) মারা গেছেন।
 
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গোলজার হোসেনের মেয়ে ফারজানা আক্তার মিমের পৌর শহরের হাজিপুর এলাকার বেল্লাল হোসেনের ছেলে জিসানের সঙ্গে এক বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মান-অভিমান চলছিল। এরই একপর্যায়ে ২০ জানুয়ারি শুক্রবার সকালে শুভগাছা গ্রামে মিমদের বাড়িতে যাই।সেখান থেকে দুপুরে পৌর শহরের হাজিপুর নিজ বাড়িতে এসে দোকান থেকে চিপস কিনে নিয়ে এসে ঘরের ভেতরে যান। পরে বিকাল ৪টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে তারা ঘর থেকে বের হন।

পরিবারের লোকজন তাদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন সন্ধ্যা ৬টার দিকে স্ত্রী ফারজানা আক্তার মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।