প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে কলেজছাত্রীর অনশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজারের রামুতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিয়ের দাবিতে প্রেমিক আরিফের বাড়িতে চার দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিক মো. আরিফ ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজছাত্রী আরিফের বাড়িতে অনশন শুরু করেছে। এর পর আরিফ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

আরিফের মা বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তা হলে সবাই যে রায় দেন, তা আমরা মেনে নেব।অনশনরত কলেজছাত্রী বলেন, ২০১৭ সাল থেকে আরিফের সঙ্গে আমার সম্পর্ক। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও চলমান রয়েছে। আরিফের দেওয়া চিঠি, ডায়েরিসহ নানা ডকুমেন্ট সংরক্ষিত আছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।অভিযুক্ত আরিফের দাবি, ২০১৭ সালে ৭-৮ মাস ওই কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে নেই। গত ২৯ তারিখ সে নিজেই তাকে ফোন করে বাড়িতে চলে এসেছে।

এ বিষয়ে রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন বলেন, কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।