পাঠ্যপুস্তকের ত্রুটির জন্য বিভ্রান্তিকর ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:-দেশে কোনো ইস্যু না থাকায় পাঠ্যপুস্তকের ভুল নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পাঠ্যপুস্তকে ১০ থেকে ১১ বছর আগে কিছু ভুলত্রুটি ছিল। সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল। সেই ভুলগুলো নিয়ে এখন আবার কথা তোলা হচ্ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, পাঠ্যপুস্তকে যদি কোনো ভুল থাকে, সেটা ঠিক করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। সে কমিটি আলেম-ওলামাদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে। এখন কোনো ইস্যু না থাকায় পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু করা হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

মির্জা ফখরুল এ বিষয়টিকে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন বলেও অভিযোগ করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হয়, যেটা স্বাভাবিক। কিন্তু সবকিছু ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।