রগরগে প্রেমের গল্পে অভিনয় করতে চান শুভশ্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
বিনোদন ডেস্ক:- আগামী ৮ মার্চ মুক্তি পাবে কলকাতার অভিনেত্রী শুভশ্রী অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। তিনি আবার ফিরতে চান বাণিজ্যিক ছবিতে। এবার তিনি রগরগে প্রেমের গল্প বা পাঠানের মতো সিনেমায় অভিনয় করতে চান।

টালিউড অভিনেত্রী শুভশ্রী ছিলেন পুরোমাত্রার বাণিজ্যিক ছবির নায়িকা। রাজ চক্রবর্তীকে বিয়ের পর ছবি নির্বাচনের ক্ষেত্রে আনলেন পরিবর্তন।

এরপর তিনি ভিন্নধারার ছবিতে অভিনয় করে দর্শকদের মন মাতান। পরে ওয়েব সিরিজের দিকে নজর পড়ে তার। ৮ মার্চ মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। তিনি আবার ফিরতে চান বাণিজ্যিক ছবিতে। তবে তা হতে হবে রগরগে প্রেমের গল্পের।

এই টালিউড অভিনেত্রী  বলেন, আমি একটা প্রেমের ছবি করতে চাই। রগরগে প্রেমের গল্প। অনেকটা ‘কবীর সিংহ’-এর মতো প্রেমের গল্প।তিনি ‘পাঠানের’ মতো সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাঠান’-এ দীপিকার মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে, নিশ্চয়ই করব। আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।