হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে বি.সি.ডি.এস ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ আয়োজনে নকল,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় থেকে বিরত থাকা ও এ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং বিক্রয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় উপজেলার একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বি.সি.ডি.এস দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মো. আজমন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে.এম. মুহসীনিন মাহবুব, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা প্রায় ১শ আর এমপি’র সদস্য উপস্থিত ছিলেন। এসময় নকল,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় থেকে বিরত থাকা ও এ্যান্টিবায়োটিক এর সঠিক ব্যবহার এবং বিক্রয় বিষয়ক বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা হয়।




