হুইপকে নিয়ে কটূক্তি, পুলিশের বরখাস্ত পরিদর্শকের সাজা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা ঢাকা:– জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের বরখাস্ত পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে ৯ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন। রায় ঘোষণার সময় সাইফুল আমিন আদালতে হাজির ছিলেন। তার আইনজীবী আমিনুল গণী জানিয়েছেন, সাইফুল আমিন অর্থদণ্ডের টাকা জমা দেবেন। তবে তিনি এই রায়ে সংক্ষুব্ধ, তাই উচ্চ আদালতে আপিল করবেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ২০১৯ সালের ১২ অক্টোবর সাইফুল আমিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন সামশুল হক চৌধুরী। তাতে অভিযোগ করা হয়, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন পুলিশ পরিদর্শক সাইফুল আমিন। পোস্টে সাইফুল আমিন বলেন, চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী টাকা আয় করেছেন।সাইফুল আমিনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে মামলায় আরও অভিযোগ করা হয়, সাইফুল আমিনের পোস্টের কারণে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ওই সময় আসামির পোস্টটি ভাইরাল হয়। এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ৯ ডিসেম্বর সাইফুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।