তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো এমপিওর আওতায় আসছে : ডা. দিপু মনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল মিয়া স্টাফ রিপোটার:- তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো এমপিওর আওতায় আসছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি।তিনি বলেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে এমপিও ভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। তাই যাছাই বাচাইয়ের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হবে।

আজ দুপরে ‘কারিগরি ও মাদ্রাসা এমজিসি অর্জনে করনীয় শীর্ষক এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন শিক্ষা মন্ত্রী। এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) এই প্রোগ্রামের আয়োজন করে। সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ইবতেদায়ী শিক্ষকদের মানবেতর জীবন যাপনের বিষয়ে আমরা অবগত আছি। এসব মাদ্রাসাগুলোকে এমপিও ভুক্তির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সম্মতি দিয়েছেন।

মন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনা করে শুধু চাকুরী করবে এমন না হয়ে তাদের উদ্দ্যোক্তা হতে হবে। এজন্য আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। সাধারন শিক্ষার পাশাপাশি সকল স্কুলে বাধ্যতামূলক ভাবে একটি কারিগরি ট্রেড চালু করা হবে।