আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট ব্যালটে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা ঢাকা:- দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।সোমবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব‌্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন‌্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়া এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব‌্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

এসময় দেশের পাঁচটি সিটি করপোরেশন গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালের ভোটের তফসিল ঘোষণা করে ইসি। ইসি জানায় প্রতিটি সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রাখাসহ ইভিএমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।  খুলনা ও বরিশাল সিটির ভোট হবে ১২ জুন। আর রাজশাহী ও সিলেটে ভোটগ্রহণ করা হবে ২১ জুন।