দৌলতপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন দৌলতপুর (কুষ্টিয়া) :- কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।

সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলা কনফারেন্স হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান,দৌলতপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন,বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো. আসমত আলী ,দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান প্রমুখ।

এসময় সাংবাদিক, মুক্তিযোদ্ধা,বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।গত রবিবার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করা ৩৪ তম বিসিএসের এ কর্মকর্তা মত বিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা একে অপরের ইতিবাচক সহযোগি হয়ে কাজ করতে চাই।