নড়াইল জেলা প্রতিনিধি:– নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে অধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে তেলকাড়া গ্রামের দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত হলেন- ওই গ্রামের আকুব্বার সিকদারের ছেলে মো. নান্টু সিকদার (৪৮), নান্টু সিকদারের ছেলে তাজমুল সিকদার (২৫), তছলু সিকদারের ছেলে নাজিম ও আজিম। বাকি দুইজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, তেলকাড়া গ্রামের দুইযুগ ধরে দুটি পক্ষের দ্বন্দ বিরাজমান। হঠাৎ করেই অধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল গ্রুপের লোকজন নান্টু সিকদার (ইউপি সদস্য) গ্রুপের লোকজনের উপর হামলা করে। এতে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ জনকে জখম করা হয়েছে।
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার প্রান্ত সাহা জানায়, দুপুর পৌনে তিনটার দিকে আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে ৫ জনকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি একজনের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।এদিকে লোহাগড়া থানার ওসি মোহাম্মাদ নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি এখন ঘটনাস্থলে অবস্থান করছি। পুলিশ মোতায়েন রয়েছে। পরিবেশ এখন স্বাভাবিক আছে।




