নওগাঁয় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নওগাঁ জেলা প্রতিনি:- নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় যাত্রীবাহী বাস এবং মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে যাত্রীবাহী একটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে নওগাঁগামী একটি মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তবে এখনো কারো নামঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহতরা সবাই মিনিট্রাকের যাত্রী বলে জানা গেছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাক উদ্ধার করা হয়েছে।