লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চট্টগ্রামের হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে মো. সফোয়ান নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পূর্ব মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিয়ারু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু সফোয়ান উক্ত এলাকার পিয়ারু তালুকদার বাড়ির সিএনজি অটোরিকশা চালক ফোরকানের সন্তান।

ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উক্ত এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মো. মহিউদ্দিন।

জানা গেছে, শনিবার রাতে সিএনজি অটোরিকশাচালক ফোরকানের পরিবারের সদস্যরা ঘরে লিচু খাচ্ছিলেন। এ সময় লিচু খেয়ে রাখা একটি বিচি সবার অজান্তে শিশু সফোয়ান তার মুখে দিলে তা গলায় আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়