মানিক মিয়া ঢাকা:- রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই দেশ থেকে ৪০৮ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ২২৫ টাকার সার কিনবে সরকার।
বৃহস্পতিবার (২২ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক তিউনিশিয়া থেকে ৯১ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৩৭৫ টাকার ২৫ হাজার টন টিএসপি এবং মরক্কো থেকে ১১০ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকার ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সভায় মরক্কো থেকে ২০৬ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকার ৪০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান এসব তথ্য জানান।




