ইউক্যালিপটাস বাগান থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার লাশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর মান্দায় আরিফ হোসেন (২০) এবং জনি আক্তার (১৭) নামে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতআরিফ হোসেন তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তুলসি রামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগানে দু’জনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।মরদেহ উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট এবং পানির বোতল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করেছে।

ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।