ঘুরতে গিয়ে প্রবল বাতাসে নৌকাডুবি, ভাই-বোনের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুমিল্লা ব্যুরো:- কুমিল্লার চৌদ্দগ্রামে নৌকাডুবিতে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিডডা গ্রামের আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) ও বোন অরণ্য আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা দুই ভাই-বোনসহ ৬ জন দুপুরে ডাকাতিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায়। এ সময় প্রবল বাতাসের মুখে পড়ে নৌকাটি উল্টে গেলে সকলেই পানিতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্য চারজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে পানিতে ডুবে মারা যায় তানভীর ও বোন অরণ্য।

পরে স্থানীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর তানভীরের মৃতদেহ উদ্ধার করে স্থানীরা। পরে বিকাল সোয়া ৬টায় বোন অরণ্য আক্তারের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছুটে যায়।