সংবিধানের বাইরে কোনো সংলাপ হতে পারে না : আইনমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল) যে কথাগুলো বলেছেন, তার প্রায় সবই মেনে ফেলেছি। আরেকটি কথা, দেশে একটি সংবিধান আছে এবং সেই সংবিধানে বলা আছে নির্বাচন কীভাবে হবে। দেশে আইনও আছে। সংবিধান ও আইন মেনে নির্বাচন হবে। সংবিধানের বাইরে বা প্রচলিত আইনে যা আছে, তার বাইরে কোনো সংলাপ হতে পারে না। সংবিধান ও আইন মেনে যদি কেউ নির্বাচনে আসে, তাহলে কিন্তু আলোচনারও প্রয়োজন থাকে না।‘গায়েবি’ মামলায় দ্রুত সাজা দিতে আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়। আমি আশা করব বিএনপির মহাসচিব জেনেশুনে কথা বলবেন।’