খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহী বাস উল্টে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার মাহবুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার খাগড়াছড়ি থেকে কুমিল্লাগামী শান্তি পরিবহনের একটি বাস মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যান। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী আহতদের সহযোগিতায় এগিয়ে আসে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতির কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি উল্টে যায়। তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।