মেহেদী হাসান স্টাফ রিপোর্টার:- কর্মসূচির নামে কোনো তাণ্ডব চালালে এক চুলও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র কাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।বিএনপির কর্মসূচির সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বললেন, ২৮ তারিখ সারাদেশ থেকে সন্ত্রাসী এনে ঢাকায় বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে।
এদিকে, সিটি করপোরেশনের সম্পত্তি নষ্ট করলে বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বললেন, রাষ্ট্রীয় বা সিটি করপোরেশনের কোনো সম্পদ নষ্ট করা হলে কাউকে বরদাস্ত করা হবে না। যারা নাশকতা করবে জনগণকে সাথে নিয়ে তাদের বাড়ি ঘেরাও করা হবে।আগামীতে মেয়র কাপকে ওয়ার্ড থেকে স্কুল পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কথাও এ সময় জানান তিনি।




