জাতিসংঘের বিবৃতি ত্রুটিপূর্ণ, প্রতিবাদ জানানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২৮ অক্টোবরের সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) এর বিবৃতি ত্রুটিপূর্ণ। এতে সার্বিক চিত্র ফুটে ওঠেনি। এ নিয়ে সরকারের অসন্তোষ ও প্রতিবাদ সংস্থাটিকে জানানো হবে।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ও এর পরম্পরায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এ ঘটনার শুরুতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা উদ্বেগ জানায়। আর গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ওএইচসিএইচআর। সংস্থাটির বিবৃতিতে বড় দুই দলের কর্মসূচি ঘিরে সংঘর্ষে বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীনদের দিকেও ইঙ্গিত করা হয়।

এ জন্য আন্দোলনরত বিএনপির পাশাপাশি ক্ষমতাসীন দলেরও দায় দেখছে ওএইচসিএইচআর। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকের বাসভবনে হামলার দায় বিরোধী দলের এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থকদের দিকে আঙুল তোলে তারা। পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান ছিল বিবৃতিতে। ওএইচসিএইচআরের এ অবস্থানকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা মনে করি, ঘটনার বিষয়ে তারা যথাযথভাবে অবহিত নন। তাদের তথ্যে ঘাটতি আছে। এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে দেশে অনেকেই রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।