নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলা: তিতাসের ৮ কর্মকর্তা গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের দোষ প্রমাণ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসের বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ে সিআইডির নারায়ণগঞ্জ শাখা অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মাইনুল হাসান।

গ্রেপ্তারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের দোষ প্রমাণ পাওয়া গেছে। এ কারণে শনিবার সকালে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ই সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তিতাসের তদন্ত কমিটি।