আট কেজি গাঁজাসহ আটক -১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ইভান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:- মুন্সিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বাবুল মুন্সী ৬১) সদর উপজেলার মুক্তারপুরে মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরকাদিম এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩০ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বাবুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।