বিএনপি দেশে নির্বাচন হতে দিতে চায় না: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজেস্ব প্রতিবেদন :- বিএনপি মানেই সন্ত্রাসী কর্মকাণ্ড, তারা দেশে নির্বাচন হতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরিই দলটির লক্ষ্য।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনায় আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনেছে আর নৌকাই দেশকে স্মার্ট করবে। তবে সন্ত্রাসীদের দল বিএনপি-জামায়াত জোট মানুষের জন্য কোনো কাজ করে না। পোশাক শ্রমিকদের কথা চিন্তা করে আওয়ামী লীগই তাদের মজুরি বৃদ্ধি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় বিএনপিকে মুণ্ডুহীন দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মুণ্ডুহীন একটা দল। তাদের কোনো মনুষ্যত্ব নেই। বিএনপির কাজই আগুন দিয়ে মানুষ পোড়ানো। মানুষ খুনই বিএনপির গুণ।

সবশেষে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে খুলনাবাসীর কাছে নৌকায় ভোট চান শেখ হাসিনা।এর আগে খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।