সিলগালাকৃত ভবন থেকে চাল সরানোর সময় খাদ্য কর্মকর্তা আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনুমতি ছাড়াই খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা চাল ও বিপুল পরিমাণ খালি বস্তা মজুদ রাখায় সিলগালা করা হয়েছিলো শরিয়তপুরের ভেদরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি বাসভবন।

সিলগালা সেই বাসার গ্রিল কেটে চাল ও বস্তা সরিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শনিবার দুপুরে ইকবালের সরকারি বাসভবনে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা চাল ও ১ হাজার ১শ’টি খালি বস্তা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে বাসাটি সিলগালা করে দেয়া হয়। রোববার সন্ধ্যায় খাদ্যগুদাম কর্মকর্তা ইকবাল ওয়ার্কশপ থেকে লোক এনে বাসার জানালার গ্রিল কেটে চালের বস্তা সরিয়ে নিচ্ছিলেন। খবর পেয়ে হাতেনাতে আটক করা হয় তাকে।