শেখ হাসিনা চরিত্রে অপু বিশ্বাস, পারিশ্রমিক কত?

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নির্মাতা সালমান হায়দার পরিচালিত একটি সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ জন্য ১০০ টাকা পারিশ্রমিক নেবেন ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী।

নির্মিতব্য সিনেমাটির আপাতত দুটি নাম দিয়েছেন পরিচালক; ‘শেখ রাসেলের আর্তনাদ’ এবং ‘আমি মায়ের কাছে যাব’। দুটির মধ্যে একটি নাম চূড়ান্ত হবে বলে জানা গেছে। সিনেমায় বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম হবে ‘হাসু’।

চলচ্চিত্রটির বিষয়ে নির্মাতা সালমান বলেন, ২০১৯ সাল থেকে ছবিটি নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমায় শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। চরিত্রগুলোর শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য ও অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।

অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিকের বিষয়ে তিনি বললেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাস কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে এই চলচ্চিত্রে যুক্ত করেছি।

সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অপু বলেন, এর গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই চলচ্চিত্রের অংশ হতে পেরে ভালো লাগছে।