রংপুরে হলো বাছুর প্রদর্শনী মেলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

প্রান্তিক খামারিদের উন্নতজাতের বাছুর উৎপাদনের মাধ্যমে দেশে দুধ ও গোশতের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে রংপুরে শেষ হলো বাছুর প্রদর্শনী মেলা। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন জাতের বাছুর প্রদর্শন করা হয়।

বদরগঞ্জ উপজেলার মেলারডাঙ্গা মাঠে গত বুধবার (১৭ জানুয়ারি) শুরু হয় এই মেলা। দর্শনাথী ও খামারিরা মেলায় অংশ নিয়ে উন্নত জাতের বাছুর উৎপাদনের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা নেন।

এছাড়া, মেলার মাঠে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রোজেনী সমাবেশ অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নিয়ে উন্নত জাতের বাছুর প্রতিপালন করে লাভবান হওয়ার কথা জানান খামারিরা।

প্রাণিসম্পদ বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, দেশের দুধ ও গোশতের চাহিদা মেটাতে উন্নত জাতের বাছুর পালনের গুরুত্ব অপরিসীম।