পা হারানো রাসেলকে ৩ মাসের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীণলাইনকে নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- পা হারানো রাসেলকে তিন মাসের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীণলাইনকে হাইকোর্টের নির্দেশ।


বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

২০১৮ সালের ৪ঠা এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীনলাইন পরিবহণের বাসচাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছরের রাসেল সরকার। বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়।

রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ হিসেবে ৪০ লাখ টাকা নির্ধারণ করে হাইকোর্ট। গ্রীনলাইন কর্তৃপক্ষের দাবি, রাসেলের চিকিৎসার জন্য সাড়ে তিন লাখ টাকা ও দুই কিস্তিতে ১০ লাখ টাকা রাসেলকে দেয়া হয়েছে।