মাদক বিরোধী অভিযানে দশ কেজি গাঁজা, মাদক বহনকারী ও প্রাইভেটকার জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

|চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা মাদক বিরোধী অভিযান ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ০৩ মে ২০২৪ তারিখে রাত ২৩:১৫ ঘটিকায় দর্শনা থানাধীন রামনগর মাঠপাড়া মোড়স্থ (বটতলা) জনৈক আমিরুলের মুদিখানার দোকানের সামনে রামনগর টু পরানপুর গামী পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসামী ১। মোঃ বাবু শেখ (২৮), পিতা- মোঃ আব্দুল বারেক শেখ, সাং-করিমপুর (আবুল হোসেনের জুট মিলের সামনে), ২। মোঃ হাসান ব্যাপারী (২৫), পিতা- মোঃ চান মিয়া ব্যাপারী, সাং-করিমপুর (আবুল হোসেনের পাম্পের সামনে), থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদয়’কে গ্রেফতার পূর্বক আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) কেজি গাঁজা, যার মূল্য অনুমান-৩,০০,০০০/- (তিন লক্ষ)টাকা ও মাদক বহনকারী প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।