ঘাসুরিয়া সীমান্তে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দিনাজপুর:- দিনাজপুরের ঘাসুরিয়া সীমান্ত থেকে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের উঁচা গোবিন্দপুর এলাকা থেকে এসব উদ্ধার করেন ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উচা গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়।

এসময় দুটি কাঁচের পাত্রের মধ্যে সাদা রঙের পাত্রে ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের আরেকটি পাত্রে ১ কেজি ২৬৮ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়।জব্দকৃত সাপের বিষের দাম ধরা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বিষ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।