সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার তালা উপজেলায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) ভোর ৬টার দিকে হরিশচন্দ্রকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এঘটনায় দুইজন আহত হয়েছেন।নিহতরা হলেন, মনিরুল ইসলাম (২৫) ও সাইদুল গাজী (৪৫)। তার খুলনার কয়রা থানার বাসিন্দা।ওই গাড়ির অন্য শ্রমিকরা জানান, ২৪ দিন আগে ১৪ জন শ্রমিক ধান কাটতে কয়রা থেকে গোপালগঞ্জ গিয়েছিলেন।

ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন জানান, ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।