সুরমায় নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিলেট ব্যুরো প্রধান:- সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর এলাকায় সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ তিনজনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে ডিঙি নৌকা করে সুরমা নদী পার হচ্ছিলেন তারা। এ সময় প্রবল স্রোতে নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।

নৌকার মাঝি সাঁতার কেটে তীরে আসতে পারলেও দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়।দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।