জামায়াত-শিবির নিষিদ্ধে যেকোনো সময় প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- জাময়াত-শিবির আগেও নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান তাদের রাজনীতিতে ফিরিয়ে এনেছে। তবে জামায়তকে নিষিদ্ধে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, জনগণের তরফ থেকে জামায়াত নিষিদ্ধের দাবি আরও আগে থেকেই ছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে আবারও তাদের রাজনীতির পথ তৈরি করে দেয়।

প্রজ্ঞাপনের পর নিষিদ্ধ হবে জামায়াত ও শিবিরের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড।এর আগে, সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের নেতাদের বৈঠকে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে দলটির পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।

তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।