সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তারা আসন্ন প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবরদান উৎসবে সেনাপ্রধানকে আমন্ত্রণ জানান।আগামী ১৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারনা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিরা উৎসবটি ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন করে থাকেন।এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পল্লী, জনপদ ও বিহারগুলোতে সপ্তাহব্যাপী বিবিধ কর্মসূচি আয়োজন করা হয়।

এ উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় সেনাবাহিনী প্রধান সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ‘শুভ প্রবারণা’ ও ‘কঠিন চীবরদান’ উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া ব্যক্তিগতভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসবসমূহ পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান।