ফের ২ দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।এর আগে, রোববার তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে বনানীর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন (১৭ সেপ্টেম্বর) রমনা থানার হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।