মনিরুজ্জামান সবুজ বিশেষ প্রতিনিধি:- দৌলতপুর থানাধীন ফিলিপ নগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় ভিকটিম মোঃ সজীব হোসেন(১৫)পিতা মোঃ রাকিবুল ইসলাম গ্রাম ফিলিপ নগর কলেজ পাড়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া সঙ্গীয় ১। জয়নাল(১৫) ২/শান্ত (১৪) ৩/হিমেল (১৫)৪/পল্লব (১৪)সহ মোট পাঁচজন পদ্মা নদীর এপার হইতে ঐ পার যাওয়ার জন্য সাঁতার কাটে।
চারজন সঙ্গী নদী পার হয়ে গেলে মাঝ নদীতে সজীব (১৫) ডুবে যাই। বাকি চারজন তৎখানিক মাঝ নদীতে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে না পাওয়া গেলে স্থানীয় লোকজনকে সংবাদ দিলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নদীতে খোঁজাখুঁজি করিয়া না পাইলে তাহারা খুলনা ডুবড়ির সংবাদ দেন। পরে খুলনা ডুবুরি এখনো ঘটনাস্থলে এসে পৌঁছান নাই।
ডুবুরী এসে পৌঁছানোর পর লাশ পাওয়া গেলে বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে জানানো হইবে। ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।




