দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব বাহিনীর সমন্বয়ে খোলা হচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’। যার কার্যক্রম শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে।রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কম্যান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি। কেন্দ্রীয় কমান্ড সেন্টার সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবে এখানে।প্রেস সচিব আরও বলেন, খুব ভালভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। গত ছয় মাসে রপ্তানি বেড়েছে দশ শতাংশ। মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। জুলাই নাগাদ ৭.৫ শতাংশে নেমে আসবে। রোজায় দ্রব্যমূল্য সহনীয় থাকবে। আন্তর্জাতিকভাবে খাদ্য শস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। প্রেস সচিব আরও বলেন, টাকা ছাপানো বন্ধ আছে। কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ আছে। নিত্যপণ্যের ওপর শুল্ক ছাড় অব্যাহত আছে। দেশের ১ কোটি পরিবার ন্যায্যমূল্যে নিত্যপণ্য পাচ্ছে। ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। যে পরিমাণ মজুদ আছে আর আমদানি হচ্ছে তাতে পণ্যের দাম আরও কমে আসবে।তিনি বলেন, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে। গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে তা বৃদ্ধি করে ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।
কোরিয়ান ইপিজেড বিষয়ে তিনি বলেন, অনেক বড় বড় কোম্পানি এখানে জমি জটিলতার কারণে বিনিয়োগ করছিল না। পতিত স্বৈরাচারেরা এই সমস্যা তৈরি করেছিল। এখন এই ভূমির সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে। কোরিয়ান ইপিজেডকে তাদের ভূমির মিউটেশন বুঝিয়ে দেয়া হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। এখন আর বিনিয়োগে কোন সমস্যা থাকল না। আশা করা যায় এখন বড় বড় বিনিয়োগ আসবে।




