নিজস্ব প্রতিবেদক:- ষড়যন্ত্র ও পথের কাঁটা সরাতেই জামায়াতের সাবেক সহকারী জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কারাবন্দী করেছিলো বলে দাবি করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন মোড়ে বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ দাবি করেন তিনি। এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি।সমাবেশে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসেবে প্রথম থাবা দিয়েছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর। প্রিয় সংগঠন তখন এ টি এম আজহারুল ইসলামের ওপর দায়িত্ব দিয়েছিলো। পথের কাঁটা সরানোর জন্য বাকিদের ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকে গ্রেপ্তার করা হলো।তিনি বলেন, তেরোটি বছর পার হয়েছে। আজহারুল ইসলাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটক রয়েছেন। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, কিন্তু ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল সাহেব মুক্ত হলেন না। আমাদের প্রশ্ন কেন তিনি এখনও মুক্ত হলেন না। কোন জিনিস তাকে এখনও আটকে রাখতে বাধ্য করেছে? আমরা উদারতা দেখিয়েছি এবং দেখিয়ে যাবো। তবে আজহার সাহেব কবে মুক্ত হবেন সেটা জানতে চাই সরকারের কাছে। আমরা এভাবে রাস্তায় নামতে চাইনি।ডা. শফিকুর রহমান বলেন, এক এক সব মজলুমদের মুক্তি দিয়েছেন। কিন্তু তার জীবন যে হারিয়ে গেলো এগুলো কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর তেরোটি মিনিট তিনি জেলের ভেতর থাকুক সেটা আমরা চাই না। আমরা ভদ্র বলে সেই ভদ্রতা দুর্বলতা মনে করবেন না। ভদ্ররা শক্ত হলে কী পরিমাণ শক্ত হতে পারে সেটা বাংলাদেশ সাড়ে ১৫ বছর দেখেছে।তিনি বলেন, কে কোথায় আপস করেছেন সেটা বলতে চাই না। তবে বিগত সাড়ে ১৫ বছরে আমাদের কাছেও অনেক প্রস্তাব এসেছে। আমাদের নেতৃবৃন্দর কাছে অনেক প্রস্তাব এসেছিলো। ফাঁসির কাষ্ঠে পাঠানোর আগেও জনে জনে, দফায় দফায় প্রস্তাব এসেছিলো। জীবিত অবস্থায় আল্লাহর সেই নেক বান্দারা সেসকল প্রস্তাব পায়ের তলায় পিষে ফিরিয়ে দিয়েছিলো। কারও সঙ্গে আপস করেনি আমাদের নেতাকর্মীরা। আমরা তাদের উত্তরসূরি।




