শরীয়তপুর জেলা প্রতিনিধি:- শরীয়তপুরও মাদারীপুরে নদীপথে বাল্কহেডে ডাকাতির চেষ্টাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হন, অন্যদিকে স্থানীয়দের গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুরের কালকিনি ও শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদল ডাকাত মাদারীপুরের কালকিনির রাজারচরে একটি বাল্কহেডে হামলা চালায়। খবর পেয়ে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পালিয়ে যায় এবং পরে শরীয়তপুরের ভাসানচরে আশ্রয় নেয়।এরপর ডাকাতরা কীর্তিনাশা নদী হয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা নদীপথ আটকে দেয়।
বাধাপ্রাপ্ত হয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়, এতে আরও দুজন আহত হন। স্থানীয়দের প্রতিরোধে সাতজন ডাকাত ধরা পড়ে, যাদের গণপিটুনি দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যেখানে দুজন ডাকাতের মৃত্যু হয়।হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ আলামিন ফকির বলেন, হঠাৎ দেখি ডাকাতরা স্পিডবোট নিয়ে আসছে।
কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি গুলি করে। গুলি আমার শরীরে লাগে। এরপর কি হয়েছে আমি বলতে পারব না। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসির খান বলেন, ডাকাতদের গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এবং বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ছাড়া ৭ জন আহত ডাকাতের মধ্যে দুজন মারা গেছে এবং বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ডাকাতদের কাছ থেকে একটি স্পিডবোট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আহত ডাকাত ও শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




