খোকসায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটো উল্টে আহত ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া খোকসা প্রতিনিধিঃ– কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুটিপাড়া ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার ০৭ মার্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের মাছপাড়া থেকে অটোযোগে খোকসার উদ্দেশ্যে রওনা দেন উৎপল বিশ্বাস (৪৫), বিশু খাঁ (৬৫) কংকন (৪৫) ও মনিমালা (৪০) পথিমধ্যে শিমুলিয়া কুটিপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটো উল্টে যায় এবং চারজন গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সালাম প্রাথমিক চিকিৎসা দিয়ে উৎপল বিশ্বাস (৪৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। অন্য তিনজন— বিশু খাঁ (৬৫), কংকন (৪৫) ও মনিমালা (৪০) বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।খোকসা থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

তবে ট্রাকটি বর্তমানে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী ট্রাকগুলোর কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে এর ট্রাক ড্রাইভার এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।