মবিনুর রিমন ঢাকা:-নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৭ মার্চ) থেকে শুরু হওয়া অভিযানে তাদের আটক করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।পুলিশ জানিয়েছে, সংগঠনটির সদস্যরা ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে নিষিদ্ধ সমাবেশে অংশ নিয়েছিল। তাদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে।
পুলিশ প্রধান বাহারুল আলম বলেছেন, হিজবুতের সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হবে।সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




