রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি:- রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ সামছুল আলম (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার নারুয়া বিশ্বাস পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার সামছুল আলম বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বায়া পাড়া এলাকার সাদেক বিশ্বাসের ছেলে।

এসময় তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার বন্দুক এবং ৪টি দেশি গ্রেনেড উদ্ধার করা হয়।রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১ টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার সহ সামছুল আলমকে গ্রেপ্তার করে।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদসহ আসামি সামছুল আলমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।