শ্যামলীতে নারীর প্রতি সহিংসতা: অভিযুক্ত রাসেল গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতা সৃষ্টির অভিযোগে রাসেল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, গত ২৯ আগস্ট শ্যামলী স্কয়ারের সামনের সড়কে ভাসমান নারীদের মারধর করেন তিনি এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন। ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিপুল আলোচনা-সমালোচনা হয়। সেই ঘটনার প্রায় সাত মাস পর আজ রাসেলকে গ্রেফতার করা হলো।