সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সুন্দরবনে ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবনের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

জিয়াউর রহমান জানান, বনরক্ষীরা টহলের সময় সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়।

পরবর্তীতে হরিণটি সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।