সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে উল্লাস করছে সেনাবাহিনী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্যারামিলিটারি বাহিনীর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিলো।

প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের পর এই সাফল্য সেনাবাহিনীর জন্য একটি বড় প্রতীকী বিজয়। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদ দখল করলেও যুদ্ধের সমাপ্তি এখনো দূরে। কারণ, আরএসএফ সুদানের পশ্চিম দারফুর অঞ্চলসহ অন্যান্য এলাকায় তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রাসাদ পুনর্দখলের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘আজ পতাকা উড়ছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

প্রেসিডেন্ট প্রাসাদ সুদানের সরকারি সদর দফতর ছিল। যুদ্ধ শুরুর আগে থেকেই এটি দেশের প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রাসাদটি নীল নদের তীরে অবস্থিত এবং সুদানের ব্যাংক নোট ও ডাকটিকিটে এর ছবি দেখা যায়। প্রাসাদ পুনর্দখল সেনাবাহিনীর জন্য একটি বড় কৌশলগত সাফল্য।