দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে জঙ্গিবাদের উত্থানের ঘটনার মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুবেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোষ্টে কে কি বলে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান উপদেষ্টা।

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় অনেক ক্ষেত্রে নিরীহ মানুষকে মামলা দেয়া হচ্ছে যাদের নাম এজাহারে নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে কিন্তু জড়িত নয়। এমন অনেকেই ছিলো যারা তখন দেশের বাইরে ছিলেন।

তিনি আরও জানান, এটা যাতে না হয় তাই সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে। যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায়। কোনো ভাবেই কোনো দুস্কৃতিকারীকে ছাড় দেয়া হবে না।

এ সময় তিনি পুলিশের বিভিন্ন পদে কর্মকর্তাদের সাথে কথা বলেন। থানাগুলোকে নিজস্ব ভবনে সরিয়ে নেবার বিষয়ে গুরুত্ব দেন তিনি।