শেরপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ভুক্তভোগী।মা
মলায় আসামি করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকেও। আদালত মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে শেরপুরের সিআর আমলি আদালতে মোহাম্মদ গোলাপ হোসেন নামের এক ব্যক্তি এ মামলাটি করেন।
মামলায় বলা হয়, গত বছরের ১৩ জুন নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু ক্রয় করেন গোলাপ হোসেন। এরপর থেকেই ক্রয়কৃত বালু বুঝিয়ে দিতে নানা অজুহাত দেখাতে থাকেন তৎকালীন ইউএনও মাসুদ রানা।
তিনি ভুক্তভোগীর কাছে ৬ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে মাসুদ রানা জামালপুরে বদলি হয়ে গেলে, বর্তমান নালিতাবাড়ী ইউএনও ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার আনিসুর রহমান, বালু বুঝিয়ে না দিয়ে সেটি অন্যত্র বিক্রি করে দেন।এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জাহিদুল হক আধার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ৬ লাখ টাকা চাঁদা দাবির উদ্দেশ্যে আমার মক্কেল গোলাপ হোসেনকে হয়রানি করে আসছিলেন।
এ ঘটনার প্রেক্ষিতে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। আমরা আশা করি, আদালতে ন্যায়বিচার নিশ্চিত হবে।




