নাটোরে ৫২ কেজি গাঁজাসহ আটক ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুড়িগ্রামের গোপীনাথ কাশিরদাড়া এলাকার হোসেন আলী, সিরাজগঞ্জের শাহজাদপুর শরিফ ইসলাম ও সবুজ আলী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা ইউনিটের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়বতপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। অভিযানে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানিয়েছেন, মাদক পরিবহনের অভিযোগে হোসেন আলী, শরিফ ইসলাম ও সবুজ আলী নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়।