বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু’পক্ষের সংঘর্ষ, নিহত শিক্ষার্থী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:-রাজধানীর বনানীরপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, টেক্সটাইল ও ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে প্রতিপক্ষের চুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ। সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্তমানে কুর্মিটোলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বনানী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।