পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- ভ্যাটিকানের সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে স্থানীয় সময় দুপুরে রোমে পৌছালে ড. ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন ড. ইউনূসের কাজের একজন বড় অনুরাগী। ভ্যাটিকানের রোমে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’-এরও সূচনা করেছে।

শনিবার, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিবেন ড. ইউনূস। রোববার, বাংলাদেশ সময় দুপুর ১২টায় দেশের উদ্দেশে রওনা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে ড. ইউনূসের দেশে পৌঁছানোর কথা রয়েছে।