বাংলাদেশে সংকটের জন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না: ভারত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত:- সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, বাংলাদেশ সরকারকে আমি বলব- তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক ইস‍্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে, তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে। তার বদলে যদি বলেন- ‘বাইরের অমুক কারণে এই সংকট তৈরি হয়েছে’, তাতে কিন্তু কোনো লাভ নেই। এতে সমস্যার কোনো সমাধান হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের উচিত দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করা।